|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার থানার উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৩টায় সদরের পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি জনসচেতনা মূলক র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে। র্যালী শেষে জিরোপয়েন্ট চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। এ সময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। এ সময় সেখানে থানার সকল অফিসার, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.