|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কুটুক্তি: ছাত্রদল নেতা আটক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আবদুল্লাহ আল নোমান হিমেল নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব -১১।
বুধবার (৩১ জুলাই) দুপুরে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।
হিমেল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বেলায়েত হোসেন মানিকের ছেলে। সে পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক।
জানা যায়, দীর্ঘদিন থেকে হিমেল ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক তথ্য দিয়ে স্ট্যাটস দিয়ে আসছে। সে স্ট্যাটাসের মাধ্যমে গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
সর্বশেষ গতকাল তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘অনফঁষষধ অষষ ঘড়সধহ ঐবসধষ’ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যা ও বিভ্রান্তি মূলক একটি স্ট্যাটাস দেয়। সে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.