|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রামগঞ্জে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামে মঙ্গলবার (৩০ জুলাই) রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২টি মুদি দোকানের নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গভীর রাতে বিকট শব্দ হয়ে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে জুবায়ের ও কামাল হোসেনের মুদি দোকানে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
সংবাদ পেয়ে রামগঞ্জ ও চাটখিল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্থ জুবায়ের ও কামাল হোসেন জানান ঈদ উল আযহাকে সামনে রেখে সোমবার রামগঞ্জ সোনাপুর বাজার থেকে পাইকারী মালামাল খরিদ করেন। দুইটি মুদি দোকানে সংগঠিত আগুনে সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহম্মেদ মানিক ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ দোকানীদের নগদ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.