|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মধুপুরে বৃদ্ধার বয়স্ক ভাতার টাকা ছিনতাই-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে থানা সামনের রাস্তা থেকে মহর আলী নামের ১শত বছর বয়সের এক বৃদ্ধার বয়স্ক ভাতার ১৫শত টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত এক যুবক।
বুধবার (৩১জুলাই) দুপুরের দিকে এক বৃদ্ধা উপজেলা ডাক বাংলো থেকে বয়স্ক ভাতার ১৫শত টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে ওই যুবক তাকে একলা ডেকে নিয়ে বলে আপনার ১৫শ টাকা আমার কাছে দেন আমাদের স্যার আপনাকে ঈদের জন্য অতিরিক্ত ১হাজার টাকা বেশী দিবে। বৃদ্ধটি তার ১৫শ টাকা যুবকের হাতে দিলে তাকে এক বাসার সামনে বসিয়ে রেখে টাকা নিয়ে তাৎক্ষণিক সটকে পড়ে। বৃদ্ধ মহর আলী মহিষমারা ইউনিয়নের নেধুরবাজার গ্রামের বাসিন্দা। বাড়িতে তার একমাত্র স্ত্রী রয়েছে। সে টাকার শোকে হাওমাও করে কান্নাকাটি করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহর আলী নামে এক বৃদ্ধ ডাক বাংলো থেকে বয়স্ক ভাতার ১৫শ টাকা তুলে মধুপুর থানার সামনের রাস্তা দিয়ে বাড়ী যাওয়ার সময় এক যুবক তার স্যার বৃদ্ধকে ঈদের জন্য ওই ১৫শ টাকার সাথে আরো ১হাজার টাকা মিলিয়ে ২৫শ টাকা দিবে বলে তার ১৫শ টাকা নিয়ে তাকে এক বাসার সামনে রেখে চলে যায়। মহর আলীকে কান্নারত অবস্থায় উপজেলা পোস্ট অফিসের সামনে ঘুরাঘুরি করতে দেখা যায়। এ অবস্থা দেখে মধুপুর উপ-বিভাগ পোস্ট অফিস পরিদর্শক শেখ হোসেন জুবায়ের ও পোস্টমাস্টার মিলে ১শত বিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে তার বাড়ী যাওয়ার ব্যবস্থা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.