|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে অম্বিকা সাহিত্য সম্ভারের ৩য় মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি।।
২৯ জুলাই ১৯ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দিনাজপুর চাউলিয়াপট্টিস্হ অম্বিকা কার্যালয়ে " অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর " এর আয়োজনে ৩য় মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর সভাপতি মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অম্বিকা'র উপদেষ্টা ও চ্যানেল আই'র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী।
অম্বিকা সাহিত্য সম্ভার-দিনাজপুর এর সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা)'র সন্চালনায় আলোচনা এবং স্ব-রচিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন অম্বিকা'র উপদেষ্টা শাহ আলম শাহী, সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রহমান জুয়েল সহ-সভাপতি মোছাঃ মাসুদা খাতুন, সাধারণ-সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান (ডোফুরা), সহ সাধারণ-সম্পাদক মোঃ শাহাজাহান আলী ও ইসমিনা বেগম (আঙ্গুর), সাংগঠনিক সম্পাদক তপন ঢন্দ্র সরকার, সহ সাহিত্য সম্পাদক মোঃ ওসমান শরীফ কার্যনির্বাহী সদস্য মোছা মৌসুমি বেগম ও শিশু আকতার শিশু প্রমুখ।
উল্লেখ্য যে, " অম্বিকা সাহিত্য সম্ভার " প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.