|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধ হলো বাল্য বিবাহ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে বাল্য বিয়ের উদ্দেশ্যে কনের বাড়িতে বরযাত্রাকালে বর,অভিভাবকসহ ৭ জন আটক করছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গত ৩০ জুলাই মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ১২ ঘটিকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার কালিকাডোবা এলাকার রফিক (১৮) নামে এক বাল্য কিশোর তার দাদা,বোন ও আত্মাীয়স্বজনসহ বিয়ের উদ্দেশ্যে কনের বাড়িতে বর যাত্রাকালে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়নের গোবিন্দগঞ্জ -দিনাজপুর আঞ্চলিক সড়কের কটানামক এলাকা হতে গোবিন্দগঞ্জ থানার বেরসিক পুলিশ তাদের আটক করে।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, বল্যবিবাহ একটি সামাজিক অপরাধ এ অপরাধ রোধে ঘটনার সত্যতা যাচাই করে বরসহ অভিভাবকদের মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.