|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ডেঙ্গু নিধন সচেতনতামূলক লিফলেট বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসাবে নওগাঁর সাপাহারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা চত্ত্বর থেকে শুরু করে সদরের পুরো বাজারে লিফলেট বিতরণ করা হয়। এর পাশাপাশি প্রশাসন এলাকা সহ সদরের গুরুত্বপূর্ণ ড্রেন, নালাসহ অন্যান্য ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করেন এবং মশা নিধনের স্প্রে করা হয়।
এ সময় সেখানে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবের কারনে আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরো উপজেলার বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতাসহ ব্লিচিং পাওডার ও মশা মারার স্প্রে করার কার্যক্রম অব্যাহত থাকবে বলে ইউএনও কল্যাণ চৌধুরী জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.