|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আনোয়ার হোসেন নিকু ও আরিফ হোসেন নামের দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের সাকিনে হতার বাড়ির সামনে সুপারি বাগান থেকে তালিকাভুক্ত এই দুই ডাকাতকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১টি এলজি, ১ টি ধামা, ৩ টি ছোরা, ১ টি লোহার ছেনি, ২ টি কার্তুজ ও ৪ টি কালো মুখোশ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন নিকু সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের তরিক উল্যার ছেলে এবং আরিফ হোসেন সদর উপজেলার চন্দ্রগঞ্জথানার শেখপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. আবুল কালাম আজাদ জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেতার করা হয়েছে। আনোয়ার হোসেন নিকু ও আরিফ হোসেনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আরো কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.