|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাপাহারে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ডেঙ্গু প্রতিরোধে নওগাঁর সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: মোহা: রুহুল আমিন নিজ হাতে তার স্বাস্থ্য কেন্দ্রের ময়লা আবর্জনা পরিস্কার করলেন।
রবিবার দুপুরে তিনি হাসপাতালের সকল স্ট্যাফদের ডেকে পরামর্শ শেষে সকলে এক যোগে হাসপাতাল চত্বরের আশে-পাশের সকল ময়লা আবর্জনা পরিস্কার করেন। যাতে কোন স্থানে কোন ময়লা আবর্জনা কিংবা ডাবের খোল, কোন ভাঙ্গা পাত্রে যাতে পানি জমতে না পারে।
এ সময় তিনি সকল জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ বসত বাড়ীর আঙ্গিনা চার পাশ সহ প্রত্যেকটি স্থানে কঠোর নজর রাখব যাতে কোন জায়গায় কোন ভাবে পানি জমে থাকতে না পারে। দীর্ঘ সময় ধরে কোন স্থানে কোন স্বচ্চ পানি জমে থাকলে সে পানিতে ডেঙ্গু রোগের জীবানু বা এডিস মশা জম্ম নিতে পারে যার পরিণাম মারাত্মক ভয়াবহ।
বর্তমানে বর্ষা মৌসুম চলছে যখন তখন বৃষ্টি হতে পারে তাই আমরা আমাদের বসত বাড়ীর চারপাশ সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখব।
তার এক কথাতে অনেকেই উদ্বুদ্ধ হয়ে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নেমে পড়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সাপাহারে এখন বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান অব্যহত রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.