|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গলা ও পেটে ছুরি আঘাত করে দুর্বৃত্তরা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০১৯
সুভাষ দাস (পটুয়াখালী) জেলা প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকারঃ পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে গলা ও পেট কেটে হত্যার চেষ্টা করা হয়েছে দুর্বৃত্তরা।রবিবার রাত আনুমানিক দশটার দিকে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার নাজিরপুর ৪ নং ওয়ার্ড বাসিন্দা জব্বার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫)কে বাউফল পাবলিক মাঠের পূর্ব পাশে চা পান এর দোকান করত।
প্রতিদিনের মত রবিবারও দোকানের কাজ শেষে বাসায় ফেরার পথে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের পশ্চিম পাশে। দুর্বৃত্তরা চোখ বেধে গলায় ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায়।
এসময় পথচারীরা শহিদুলকে আহত অবস্থায় উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.