|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে নিখোঁজের দুইদিন পর শিক্ষকের লাশ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে নৌকা থেকে পড়ে যাওয়া সহকর্মীকে বাঁচাতে গিয়ে লাফিয়ে পড়ে নিখোঁজের দুইদিন পর রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মোখলেছুর রহমানের লাশ ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
আজ সোমবার সকালে উপজেলার মোষমারী রেল ব্রিজের কাছে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এর আগে গত শনিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া পাটুল গ্রামের মাঝখানে সহকর্মিকে বাঁচাতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান জানান, শনিবার রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যান। নৌকাতে চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যান প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা। এ সময় তাকে পানি থেকে তুলতে গিয়ে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যান শিক্ষক মোখলেছুর রহমান। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে। টানা দুইতিন তীব্র স্রোতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। সোমবার সকালে ডুবুরি দলের সাথে স্থানীয়রাও উদ্ধার অভিযানে নামে। এসময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরে মহিশমারি এলাকায় শিক্ষক মোখলেছুরের লাশ ভাসতে দেখা যায়। পরে ডুবুরি দলকে খবর দিলে তারা গিয়ে লাশটি উদ্ধার করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.