|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
শাহরাস্তি সিটি গ্যারেজের শুভ উদ্ভোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০১৯
মোঃ ইব্রাহিম খলিল, বিশেষ প্রতিনিধি (চাঁদপুর জেলা), দৈনিক বাংলার অধিকারঃ
২৮শে জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকায় চাঁদপুর জেলায় শাহরাস্তি উপজেলার প্রানকেন্দ্র উত্তর ঠাকুর বাজার টি এন টি অফিসের পশ্চিম পাশে শাহরাস্তি সিটি গ্যারেজ উদ্ভোধন হয়। অনুষ্টানটি শাহরাস্তি বোগদাদী (র) মাজার এর খাদেম হাফেজ আবু বক্কর এর কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়। উক্ত অনুষ্টানটির স্বত্তাধিকার এ,কে,জিলানীর সভাপত্বিতে অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কাউন্সিলর মো নুরু মোল্লা, দেওয়ান মো:নুরুল ইসলাম,মো মানিক সহ বাজার কমিটির বিভিন্ন ব্যাসায়ী বৃন্দ। উপস্হিত অতিথি গন মোটর চালিত বিভিন্ন গাড়ি সার্ভিসিং বিষয়ে নিয়ে এবং সিটি গ্যারেজের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেন।
শাহরাস্তি সিটি গ্যারেজ এর স্বত্ত্বাধিকার এ,কে জিলান জানান এখানে যত্ন সহকারে আধুনিক যন্ত্রের দ্বারা মোটর সাইকেল,সিএনজি এর নিজস্ব ব্যান্ডের পার্টস সূলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি ও সার্ভিসিং করা হয়।
অনুষ্টানে আলোচনার শেষে মিলাদ ও দুরুদ শরীফ পড়েন শাহরাস্তি বোগদাদী (র) মাজার এর খাদেম হাফেজ আবু বক্কর। মিষ্টি বিতরনের মাধ্যমে সিটি গ্যারেজের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.