|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রাজনৈতিক মতাদর্শে ভিন্ন হলেও খেলার মাঠে যেন তিন বন্ধু অামেরিকার সাবেক এই তিন প্রেসিডেন্ট -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০১৯
খেলার মাঠে দর্শক গ্যালারীতে একসাথে তিন বেকার।
এরা তিনজনে মোট চব্বিশ বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলো। কিন্তু এদের কেউ-ই টাকা পয়সা চুরি করে নিজেদের নামে সম্পদ করে নাই। এদের কারো বাড়ি, ব্যবসা, ছেলে নিজ দেশের বাইরে নেই।
তাই এখন বসে বসে বেকার ভাতা খায় আর সেলফি তুলে।
এই তিনজন ভিন্ন মতের মানুষ হলেও একটা জায়গায় সবার নীতি এক ছিল- তা হলো আমেরিকার স্বার্থ রক্ষা, তাই স্বজাতির চোখে তারা সমাদৃত।
সবচেয়ে বড় কথা, এরা কেউ-ই দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করে নাই।
সংগৃহীত
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.