|| ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে রজব, ১৪৪৬ হিজরি
খুলনার জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান
প্রকাশের তারিখঃ ২৮ জুলাই, ২০১৯
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো দৈনিক বাংলার অধিকার:
নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সভাপতি ও খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জনপ্রশাসন পদকে ভূষিত হওয়ায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (রবিবার) রাত আটটায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।খুলনা উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং লাইব্রেরির সদস্য এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। স্বাগত জানান উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ।
এর আগে জেলা প্রশাসককে লাইব্রেরির পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে ২৫টি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ( তথ্যবিবরনী পিআইডি খুলনা)।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.