|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবক গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০১৯
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৬ জুলাই) রাতে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান (২৩)ভূঞাপুর উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার উিদ্ধার করা হয়। তিনি বিএনপি’র কর্মী বলে পুলিশ জানায়।
আজ শনিবার (২৭ জুলাই) দুপুরে টাঙ্গাইলের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
তিনি বলেন, গ্রেফতারকৃত যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়। যা পরবর্তিতে একাধিক শেয়ার হয়। এতে জনমনে ভিতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শনিবার (২৭ জলাই) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত যুবক বিএনপির কর্মী বলে এলাকাবাসী জানিয়েছে। পরে তাকে ৫দিনের রিমান্ড- চেয়ে আদালতে পাঠানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.