|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নাটোরে ছেলেধরা আতঙ্ক নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ সারা দেশে ছেলেধরা আতঙ্ক নিয়ে নাটোরে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বিপিএম পিপিএম বার। এ সময় উপস্থিত ছিলেন সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশে ছেলে ধরা আতঙ্ক তৈরি হয়েছে। এ নিয়ে গুজবের ডালপালা বিস্তার করছে। সেই সাথে ডেঙ্গুজ্বর নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। এটি দূর করার জন্যই তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আরো জানান, গুজবে যেন কেউ কান না দেন। সে বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় সাংবাদিকদের মধ্যে থেকেও গুজব বন্ধে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.