|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
নাটোরে অভিমানে কলেজ ছাত্রের আত্মহত্যা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে মোট রসাইকেল কিনে না দেয়ায় অভিমানে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রাকিবুল ইসলাম (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার এসআই শামসুল ইসলাম।
শুক্রবার (২৬ জুলাই) উপজেলার ভরতপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল ভরতপুর গ্রামের কেরামত আলীর ছেলে।
রাকিবুল ইসলামের স্বজনরা জানায়, কলেজে ভর্তি হওয়ার পর থেকেই রাকিবুল মোটরসাইকেলের জন্য বায়না ধরে কিন্তু তার বাবা-মা তা কিনে দেননি। পরে শুক্রবার সে পুনরায় মোটরসাইকেল চাইলে তারা রাজি না হলে ক্ষোভে দুঃখে সে সবার অগোচরে ঘরের তীরের সঙ্গে ফাঁস দেয়। কিছুক্ষণ পরে স্বজনেরা জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.