|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
রেনু হত্যার বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৬ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
বর্ষার বৈরি আবহাওয়া উপেক্ষা করে শুক্রবার সকালে রায়পুর উপজেলাবাসীর উদ্যোগে রায়পুর উপজেলার মেয়ে তাসলিমা বেগম রেনুকে বাড্ডায় ছেলে ধরার গুজবে সন্ত্রাসী কর্তৃক হত্যার বিচারের দাবীতে ও কুচক্রী মহল কর্তৃক দেশব্যপী গুজব ছড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সন্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব হারুনুর রশিদ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কালের কন্ঠের জিএম হারুনুর রশীদ, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান মুন্সী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক জিল্লুর রহমানের পরিচালনায় ও এড সুমন মনিরের সঞ্চালনায় রায়পুরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রেনু হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে বক্তব্য পেশ করেন।
এছাড়া সমন্বয়ক জিল্লুর রহমান স্মারকলিপি পাঠ ও নিহত রেনুর বোন বিচার চেয়ে আবেগঘন বক্তব্য পেশ করেন। মানববন্ধনে নিহত রেনুর শিশু সন্তানরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.