|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইল রেল লাইনে ট্রাক, ৩ ঘন্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু রেল লাইনের টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো - উ ১৪-৩২০২) নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে পড়ায় ঢাকা-উত্তরবঙ্গ রেল চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিলো। পরে ট্রাকটি সরানোর পর বঙ্গবন্ধু সেতুপূর্ব-ঢাকা রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়।
আজ বৃস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রেল লাইনের স্লিপার ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ইনচার্জ মাসুম আলী খান জানান, ট্রাকটি রেললাইনের ওপর উঠে পড়ায় ২০ ফুট অংশে স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। এতে দুই স্থানের স্লিপার সরে গিয়েছিল। পরে রেকার দিয়ে প্রাথমিকভাবে স্লিপার মেরামত করা হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী আনোয়ার সিমেন্ট সিট বোঝাই একটি ট্রাক কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে যায়। এতে রেল লাইন কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ তিনঘণ্টা বন্ধ থাকে।
এ সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় দুটি ট্রেন আটকা পড়ে। পরে ট্রাকটি উদ্ধার কাজ শেষে সকাল সাড়ে নয়টার দিকে ওই রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরে রেললাইন দিয়ে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.