|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জামালপুরে বন্যার পানিতে নৌক ডুবে স্কুল ও কলেজের ৫ ছাত্রী মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০১৯
জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে সরিষাবাড়িতে বন্যার পানিতে ডুবে দুই সহোদরসহ একই পরিবারের ৫ শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।স্থানীয়রা মিঠাই বিল থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন, কালিকাপুর গ্রামের খবির উদ্দীনের মেয়ে সুবর্ণা (১৭), ঝুমা (১৪), গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১০), বাটিকামারীর রিপন শিকদারের মেয়ে রুদসী (৮) এবং জবানুরের মেয়ে জান্নাত (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রূদসী ও জান্নাত নানীর বাড়িতে বেড়াতে এসে মামাতো বোন সুবর্না, ঝুমা ও অন্তরার সাথে বাড়ির পার্শ্বে মিঠাই বিলে বন্যার পানিতে কলার ভেলা নিয়ে বেড়াতে যায়। স্রোতের মুখে পড়ে কলার ভেলা উল্টে ৫ জনই পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করে।একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় কালিকাপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।সরিষাবাড়ির তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোহাব্বত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.