|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও খাবার খোলা রাখার দায়ে ২৫ হাজার ১শ’টাকা জরিমানা আদায়-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট থেকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও তৈরীকৃত খাবার খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ২৫ হাজার ১শ’টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী'র নেতৃত্বে বৃহস্পতিতবার বেলা ১০টায় উপজেলার বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন সঙ্গীও পুলিশ ফোর্স সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপ্যাক্টর শওকত আলী।
অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী জানান, খাদ্যে ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরী এবং পরিবেশন এর বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.