|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন- ২০১৯ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ জুলাই, ২০১৯
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।
সোনাগাজী সদর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৪শে জুলাই বিকেলে সদর ইউনিয়নের মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাহার উল্যাহ ভূঞার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - ফেনী জেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন,
প্রধান আলোচক ছিলেন- উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সম্মেলন উদ্বোধন করেন - উপজেলা আওয়ামিলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজুল হক,
আরো উপস্থিত ছিলেন - উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, উপজেলা আওয়ামিলীগ সহসভাপতি আবদুল মজিদ ভুলুমিয়া, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন, জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, নাছির উদ্দিন আরিফ ভূঞা, কাউন্সিলর নুরনবী লিটন, শেখ আবদুল হালিম মামুন, শাখাওয়াত হোসেন আলাওল, শেখ কলিম উল্যাহ রয়েল, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, আবদুল মোতালেব চৌধুরী রবিন, আবদুল জলিল, মুক্তিযোদ্ধা সন্তান রেজাউল করিম ফিলিপ ও নুরুল করিম সাইফুল।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। সাবেক যুবলীগ নেতা মাস্টার মজিবুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের মুলকার্যক্রম শুরু হয়।
আওয়ামিলীগ নেতৃবৃন্দ বলেন- সকল আন্দোলন সংগ্রামে ও নির্বাচণী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনকারী নেতাকর্মীদের ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের পদপদবীতে দায়িত্ব দেওয়ার অনুরোধ জানান। পদ্মাসেতু প্রসঙ্গে গুজব সৃস্টি সহ বিএনপি জামায়াতের সকল অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান।
যে-কোনো মূল্যে ফেনী জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ ও উদাত্ত আহ্বান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.