|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
লক্ষ্মীপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
“জনসেবায় জন প্রশাসন” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২৩ জুলাই (মঙ্গলবার) জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টার দিকে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও নেজারত ডেপুটি কালেক্টর মো. খবিরুল আহসান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোজাহারুল হক, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো. নিজাম উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, বিএমএ’র জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার নওশের ইবনে হালিম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস আর আরমান শাকিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুল্যাহ আল জব্বার, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের জেলা ইনসার্জ মো. ইকবাল হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুবে এলাহি সানী প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.