|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি হচ্ছেন তরিকুল ইসলাম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০১৯
ওমরসানি,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি, দৈনিক বাংলার অধিকার।।
২২ জুলাই ২০১৯
পটুয়াখালী জেলার মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি হচ্ছেন তরিকুল ইসলাম। এমন গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে। ক্লীন ইমেজের অধিকারী তরিকুল ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
আওয়ামী লীগ পরিবারের সন্তান তরিকুল বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত। ছাত্র রাজনীতির হাতেখরি ঘটে মাধ্যমিক বিদ্যালয়ে পড়া থেকেই। এরপর কলেজ জীবনে হয়ে ওঠেন ছাত্রলীগের আইকন।তিনি ওয়ার্ড ছাত্রলীগ থেকে ইউনিয়ন, কলেজ, থানা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে।
ব্যক্তিগত জীবনে তিনি সৎ, সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, সদালাপী, বিনয়ী। তিনি ১১৪ পটুয়াখালী-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্যের পি,এ।
ইতিমধ্যে পটুয়াখালী-৪ আসনে সকলের কাছে ভদ্র, শান্তশিষ্ট, সৎ ছেলে হিসেবে সকলের মুখে আলোচিত।
একান্ত আলাপকালে তিনি জানান, তিনি একটি মডেল ছাত্রলীগ উপহার দিতে চান। তিনি যদি সভাপতি নির্বাচিত হন, তাহলে মহিপুরকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ছাত্রলীগ ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ তৈরী করা তার মূল লক্ষ্য। ছাত্রলীগের মধ্যে কোন চাদাবাজ, মাদকাসক্ত, ধর্ষণকারী, ইভটিজিংকারী থাকতে পারবেনা।
তিনি বলেন, "আমি নিজেও কোন অন্যায় করবনা, কাউকে করতেও দেবনা। এটা আমার নেতা মহিব্বুর রহমানের আদেশ। আর আমি এই আদেশ পালনে আমার সর্বোচ্চ দিয়ে চেস্টা করব।"
তার সভাপতির সম্ভবনার খবর শুনে মহিপুর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। খুব শীঘ্রই হয়ত সে আশার প্রতিফলন ঘটবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.