|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত-১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ জুলাই, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত এবং একজন আহত হয়েছে।
আজ ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে আনন্দ নগর যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।
নিহত যমুনা রানী(২৩) সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের রঞ্জিতের স্ত্রী। এবং আহত আনারুল ইসলাম একই এলাকার।
স্থানীয়রা জানায়,পীরগঞ্জের হতে আনন্দ নগর রোডে মটর সাইকেলে করে যাবার পথে লালডিগি নামক স্থানে পৌঁছিলে পিছন থেকে ট্রাক স্বজরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় হুন্ডা রাস্তা থেকে ছিটকে পড়ে যমনা রানী মাথায় আঘাত পেয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সঙ্গে থাকা মটর সাইকেল চালক আহত।
ঐ এলাকার শহিদুল ইসলাম জানান,যমুনা রানী ও আনোয়ারুল ইসলাম, খোর্দ কোমরপুর আলিফ উন্নয়ন সাংস্থায় কাজ করেন।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।আহত আনারুলকে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আনারুল জানান,দুজনে এনজি থেকে ছুটি নিয়ে অনন্দ নগর দেখার জন্য যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানা পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.