|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে অজ্ঞান পার্টির খপ্পরে নারী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
নান্দাইল উপজেলার হালিউড়া গ্রামের সৌদি প্রবাসী দুলাল মিয়ার স্ত্রী আকলিমা আক্তার (২৮) আজ(২১ জুলাই) বিকাল ৪টার দিকে নান্দাইল চৌরাস্তা থেকে নান্দাইল সদরে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে, তার কাছ থেকে ৫০০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় এবং তাকে নান্দাইল পৌরসদরে সমূর্ত্ত জাহান মহিলা কলেজের পাশে ময়মনসিংহ -কিশোরগঞ্জের মহাসড়কে ফেলে যায়।
সাংবাদিক আবু হানিফ সরকার ও রিনা আক্তারের সহয়াতায় নান্দাইল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুর রহমান বলেন ভিকটিম আপাতত শঙ্কা মুক্ত ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.