|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর প্রতিনিধি।।
২১ জুলাই, ১৯ রবিবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ১০ দিনব্যাপী জেলা পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান, বনজ ও ফলদ বৃক্ষমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই ও জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম।
দিনাজপুর কারিগরী কলেজের প্রভাষক হারুন উর রশিদ এর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবদুর রহমান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জয়নুল আবেদীন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম রেজাউল করিম ও সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন " সেরাকন্ঠ-দিনাজপুর " এর ২য় স্থান অর্জনকারী রাইসা তাসনিমসহ অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে চারা গাছ বিতরণ এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ফিরোজ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সাংবাদিক ডোফুরাঃ
০১৭৪০ ৮১৯২০৮
০১৯৭০ ৮১৯২০৮
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.