|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলে আইনজীবি ও মুক্তিযোদ্ধা হাসান রেজার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানব বন্ধন
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইলের প্রবীন আইনজীবি ও মুক্তিযোদ্ধা মিঞা মো: হাসান আলী রেজার হত্যকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (২১ জুলাই) দুপুরে শহরের নিরালা মোড়ে টাঙ্গাইল সর্বস্তরের মুক্তিযোদ্ধার ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর দক্ষিন টাঙ্গাইলের বেসামরিক প্রধান খন্দকার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মো: শাহজাহান চৌধুরী শুকুর, অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তরা বলেন, পুলিশ প্রশাসন খুব দ্রুত টাঙ্গাইলের প্রবীন আইনজীবি মুক্তিযোদ্ধা মিঞা মো: হাসান আলী রেজার হত্যকারীদের সনাক্ত করেছেন বলে আমরা শুনেছি। আমরা চাই হাসান আলী রেজার হত্যাকারীদের দ্রুত বিচার। আর কোন মুক্তিযোদ্ধাকে এমন নির্মমভাবে যেন মরতে না হয়। আমরা হত্যকারীদের ফাঁসি চাই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.