|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ভূয়াপুরে বন্যায় ক্ষতিগ্রস্হদের মাঝে ত্রানসামগ্রী বিতরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায় পৌরসভা ও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আজ ত্রানসামগ্রী বিতরন করা হয়। ত্রান সামগ্রী বিতরণ করেন কৃষি মন্ত্রি ডঃ আব্দুর রাজ্জাক, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী ডাঃ এনামুর রহমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামিম এবং সংসদ সদস্য ছোট মনির।
এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, ৩৫০ মেট্রিক টন চাল,৩ লক্ষ টাকা, দুই হাজার প্যাকেট খাবার বিতরন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে ভুয়াপুরে বন্যা রক্ষা বাধ নির্মান করা হবে। ত্রান বিতরন শেষে তিনি বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.