|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খালেদা জিয়ার মুক্তি কোন দিনও হবেনা- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে কোনোদিনও মুক্ত করা যাবে না। খালেদা জিয়ার মুক্তি কোন দিনও হবে না। এটা আইনের বিষয়। তিনি দুনীতি করে জেল খেটেছেন,এতিমের টাকা চুরি করে খেয়েছেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংগ্রাম আন্দোলনের ভয় দেখিয়ে আপনারা একটানা ৭০ দিন হরতাল অবরোধ দিয়েছিলেন। খালেদা জিয়া অফিস ছেড়ে মুখে কালি লাগিয়ে ঘরে ফিরে গিয়েছিলেন। কাজেই তিনি জেল থেকে আন্দোলনের মাধ্যমে বের হতে পারবেন না তাকে আইনের মাধ্যমেই বের হতে হবে।
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা একেবারেই সঠিক নয়।
মন্ত্রী বলেন, আমরা যখন বিরোধী দলে ছিলাম সে সময় আইলা, সিডরের পরে আমরা চিটাগাং মানুষের পাশে দাঁডিয়েছিলাম। দীর্ঘদিন বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ অনেক অঞ্চলে সাহায্য করেছি আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে। আজও টাঙ্গাইলে দুইজন মন্ত্রী এসেছিলেন বন্যা দুগর্ত এলাকায় ত্রাণ দিয়েছেন, মানুষকে সান্ত্বনা দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন।
শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
টাঙ্গাইল সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর ও সাধারণ সম্পাদক এম এ রৌফ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.