|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল বাসস্ট্যান্ডে স্টেশনারী দোকানে আবরো দুর্ধুর্ষু চুরি-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০১৯
মো: মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ায় স্টেশনারী দোকানে চুরি হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পালাখাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোসেন ষ্টেশনারী দোকানে এ চুরির ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা মালামাল,নগদ ৫ হাজার টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদার জানান।
জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী মোহাম্মদ হোসেন দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় পরদিন রবিবার সকালে দোকান খুলতে আসলে দোকানের থাকা মালামাল,সৌরবিদ্যুৎ ব্যাটারী,সিগারেট,পানীয় সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় এদকল চৌকস চোরের দল। তিনি আরো জানান,ইতিপূর্ব এই দোকানে কয়েকবার চুরি হয়েছে। আমি স্থানীয় একটি এনজিও সংস্থা থেকে ঋন করে এই ব্যবসায় স্থাপন করেছি। কিন্তু দোকানের মালামাল চুরি হওয়ায় এখন আমি নিংস্ব হয়ে গেছি। ঋনের টাকা কীভাবে আমি পরিশোধ করব তা চিন্তিত রয়েছি। অচিরেই এই চোরের চক্রকে ধরতে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন তিনি ।
ছবি : দোকানে চুরির ঘটনায় মালামাল এলোমেলো হওয়ার দৃশ্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.