|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সিঁধ কেটে ডাকাতী: ৩ জনকে কুপিয়ে জখম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিকার,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, শামছুল হক (৫০) তার মেয়ে মনি আক্তার (২১) ও মনি আক্তারের স্বামী জাবেল হোসেন (২৮)।
আহত শামছুল হক জানান, শুক্রবার রাতের কোন এক সময় ঘরের সিঁদ কেটে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘরের সবাইকে বেঁধে ফেলার চেষ্টা করলে ঘরের লোকজন চিৎকার শুরু করেন।
এসময় ডাকাতদলের সদস্যরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোবাইল ও একটি মানিব্যাগ ডাকাতরা নিয়ে যায়।
ডাকাতীর খবর পেয়ে এলাকাবাসী পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় লোকজন জানান, গত এক সপ্তাহে একই ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের ৩টি বাড়ীতে পৃথকভাবে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা বাড়ীর লোকজনকে বেঁধে মারধর করে নগদ ৫ লক্ষাধিক টাকা ও ৭ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।
এসব ঘটনায় স্থানীয়রা রাত জেগে লাঠি হাতে পাহারা দিতে দেখা যায়। তবে হয়রানি এড়াতে কেউ থানায় কোন অভিযোগ করেনি বলে জানা যায়। গ্রাম পুলিশ ও থানা পুলিশ টহলে রয়েছেন। এরপরও ঠেকানো যাচ্ছেনা ডাকাতি।
সদর থানার ওসি একে এম আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশের তৎপরতা আরো বাড়ানো হয়েছে। ঘটনাগুলোর তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.