|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে মডেল মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইসমত এনামুল হক, সাপাহার উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার প্রমুখ।
এই উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মান ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়, ইসলামিক কালচারাল সেন্টার, অত্যাধনিক ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্স সেন্টার, ইমাম-মোয়াজ্জেম প্রশিক্ষন কেন্দ্র, হাজিদের প্রশিক্ষন কেন্দ্রসহ ইসলামের যাবতীয় কার্যাবলী এখান থেকে পরিচালিত হবে।
এর আগে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাপাহার খাদ্যগুদাম পরিদর্শন করেন। পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি জবই বিলের বণ্যা নিয়ন্ত্রক বাঁধের নির্মাণ কাজের নির্মাণ কাজ পরিদর্শন, উপজেলার নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.