|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
দিনাজপুরে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগের কাহারোল উপজেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন || মৌসুমী সভাপতি ও মুক্তারুল সাধারণ-সম্পাদক-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
মোঃ মিজানুর রহমান ডোফুরা, দিনাজপুর প্রতিনিধি।।
১৯ জুলাই, ১৯ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর কাহারোল উপজেলার রামপুরে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা কমিটি কর্তৃক মোছাঃ মৌসুমী বেগমকে সভাপতি ও মোঃ মুক্তারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর কাহারোল উপজেলা শাখার সভাপতি মৌসুমী বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা এবং আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়নের উপ-নির্বাচন পদ প্রার্থী এ কে এম ফারুকের ছেলে বাদশা।
বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি লীগ দিনাজপুর বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম মন্ডল এর সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা শাখার সাধারণ-সম্পাদক মোঃ মুক্তারুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ-সম্পাদক হাবিবুর রহমান, কাহারোল উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ কাশেম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব এবং সদস্য জাহানারা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বীরগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল হামিদ শাহ্।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.