|| ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে রজব, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের বাসাইলে জব্দ করে আগুনে পুড়া হল বিশ হাজার মিটার কারেন্ট জাল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন বিভিন্ন বিল থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
আজ শনিবার (২০ জুলাই) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এর উপস্থিতিতে এইসব জাল পুড়ে ফেলা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা গিয়াস উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। এর আগেও উপজেলার বিভিন্ন বিল ও নদী থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় একাধিক মৎস্য শিকারিদের জরিমানা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.