|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঈদ উপলক্ষে নান্দাইলে ৩৫০ টি পরিবারে বিদ্যুতায়ন করেন এমপি তুহিন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার :
ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের টানা দুই বারের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। আর সেই লক্ষ্যে সিংরইল ইউনিয়নের হরিপুর, বগুরিকান্দা ও নামা কচুরী গ্রামের ৩৫০ টি পরিবারের মাঝে শুক্রবার (১৯ জুলাই) এডভোকেট আবদুল হাই কলেজের মাঠে বিদ্যুতের শুভ উদ্বোধন করেন এমপি তুহিন।
পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক মলয় কুমারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আল আমিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় জাতীয় সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও নান্দাইল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক উদ্দিন ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, ময়মনসিংহ জেলা পরিষদের শিা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, পল্লী বিদ্যুতের এজিএম মুক্তাদির, সাবেক এলাকা পরিচালক টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম, হোসেল রানা, আওয়ামীলীগ নেতা খোকন ডিলার, আওয়ামীলীগ নেতা হুমায়ুন করিব রতন, সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ পল্লী বিদ্যুতের গ্রাহকরা এ সময় উপস্থিত ছিলেন।
উক্ত ইউনিয়নের ৩৫০ টি পরিবার বিদ্যুতের আলোতে আলোকিত হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.