|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু,পানিতেই দাফন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
জামালপুর প্রতিনিধিঃ বন্যার পানিতে সাপের ছোবেলে মৃত্যু হয় দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পশ্চিমপাড়ায় বাবলাতলীর মজিবুরের রহমানের (৭০)। তাকে জানাজা করতে শুকনা জায়গা পাওয়া পাওয়া যায়নি। বাধ্য হয়েই পানিতেই জানাজা পড়তে বাধ্য মুসল্লিরা। ১৮ ই জুলাই সন্ধ্যায় সাপের কামুড়ে প্রান যায় মজিবুরের।
সারা এলাকায় শুকনা জায়গা না পাওয়ায় বাধ্য হয়েই ১৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা পড়ানো হয় হাটু সমান পানির মধ্যেই। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কিছুক্ষন পরেই নিজ ঘরে সাপের কামড়ে আহত হয় মজিবর। পরে স্থানীয়ভাবে চিকিৎসা করেও বাঁচানো সম্ভব হয়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.