|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
বগুড়ায় সামাজিক সংগঠন আলোকিত বগুড়ার মানববন্ধন কর্মসূচী পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
বগুড়া প্রতিনিধি :
দেশ ব্যাপী শিশু হত্যা, ধর্ষন ও মাদকের ভয়াবহতার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে । শুক্রবার বেলা সাড়ে ১০টায় সামাজিক সংগঠন আলোকিত বগুড়ার উদ্যোগে এই মানব বন্ধন কর্মসূচীতে দেশ ব্যাপী শিশু ধর্ষন ,শিশু হত্যা, যৌন হয়রানী সব সহ নারী শিশুদের নিরাপত্তা ও দোষীদের সকল অপরাধ রুখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার হওয়া সহ শক্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার জোর আহবান জানানো বক্তারা।
আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, রাজনীতিবিদ ,শিক্ষক ,আইনজীবি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশাজীবি বৃন্দ।
এসময় বিশিষ্ঠ সমাজসেবী ও আলোকিত বগুড়ার নির্বাহী পরিচালক এ্যাডঃ ফেরদৌসি আকতার রুনা তার বক্তব্য বলেন, বিশেষ একটি কারন ও সামাজিক দায়বদ্ধতা থেকে আজ আমাদের প্রতিবাদী হতে হয়েছে । সামজিক নিরাপত্তা ও নারী শিশুদের নিরাপত্তার দাবীতে আমাদের সোচ্চার হতে হচ্ছে। তিনি এসময় কঠোর ভাষায় সমাজের বিভিন্ন ব্যত্তয় তুলে ধোরে বলেন । দেশ মাতৃকার সার্বিক উন্নয়নের গুটি কতক সমাজ বিরোধীদের কবলে আজ নারী শিশুদের নিরাপত্তা চরম ভাবে বিঘিœত হচ্ছে মারাত্বক ভাবে । তিনি সকলকে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে আরো বলেন ,গোটা দেশ আজ সামাজিক অবক্ষয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছে । যে কোন মূল্য এর হাত থেকে দেশ তথা সামাজকে রক্ষায় সচেতনতা বৃদ্ধি নিরাপত্তা বলয় তৈরী করতে প্রত্যক পরিবার ও সামজের সকল অধিকারীদের স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা নেবার আহবান জানান । একই সাতে তিনি আইনের কঠোর প্রয়োগ এবং যৌনহয়রানী ও নারী শিশুদের নিরাপত্তায় জেলা ও পুলিশ প্রশাসন সহ সকল আইনশৃংখলা এবং আইন রক্ষাকারী সদস্যদের আরো তৎপর হতে জোর আহবান জানান ।
মানববন্ধনে এ সময় আরো বক্তব্য রাখেন,জাসদের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঠান্ডু, জাসদ নেতা রেজাউল বারী দিপন, কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, সাবেক কাউঃ টিপু সুলতান সিনিয়র সাংবাদিক মোঃ বাদল চৌধুরী, সাংবাদিক মোমিনুর রশিদ শাইন, সদস্য কল্যান সমিতির সভাপতি সৈয়দ সাংবাদিক ফজলে রাব্বি ডলার, সাংবাদিক বাবু বাসুদা সীমাবাড়ী শাখা কমিটির সহ সভাপতি মোঃ হেলালুর রহমান,কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কাহিনূর খানম,সেলিনা আক্তার বিউটি,ব্লাড ডোনেট কমিটির মোঃ রেজাউল করিম বিপ্লব, রুবি আক্তার ঊর্মি, আলী আহমেদ,রওশন রাহী প্রমুখ
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.