|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নিখোঁজ সংবাদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
আরিফুল ইসলাম আরিফ, পিতা:হুরমত আলী,গ্রাম:দামুড়হুদা মাদ্রাসা পাড়া,থানা:দামুড়হুদা,জেলা:চুয়াডাঙ্গা গত ২৮ শে জুন ২০১৯,রোজ শুক্রবার আনুমানিক ভোর ৬.০০ টার সময় বাড়ির লোকের অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।কোথায় কি উদ্দেশ্যে গেছে তাও বলে যায়নি।আরিফ ভারসাম্যহীন মানসিক রোগী। আত্মীয় স্বজনদের বাড়ি এবং আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তার সহধর্মিণী রেবেকা সুলতানা (৩০) গত ৯ই জুলাই দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ডায়েরি নং-৪৮১।
আরিফের বয়স আনুমানিক ৩৭ বছর,গাঁয়ের রঙ কালো,মুখমন্ডল গোলাকার,উচ্চতা ৫'৬",যাওয়ার সময় পরনে টাওজার ও পাঞ্জাবি ছিল।আরিফ চার বছর ও বারো বছর বয়সী দুই কন্যা সন্তানের পিতা।বড় কন্যা সপ্তম শ্রেণীতে পড়ুয়া। বিগত তিন সপ্তাহ যাবৎ তাকে খুঁজে না পেয়ে তার পরিবারে বিরাজ করছে চরম হতাশা!মাঝে মাঝেই পড়ছে কান্নার রোল!এমতাবস্থায় কোন হৃদয়বান ব্যক্তি যদি আরিফের সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইলে যোগাযোগ করলে আরিফের পরিবার কৃতার্থ থাকবে।মোবাইলঃ০১৯১৪-৭৪২১৭৪(রেবেকা সুলতানা)
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.