|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক পৃথক বজ্রপাতে কলেজ ছাত্রসহ নিহত ২ আহত ৫-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:-
টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল উপজেলার মধ্যকর্না গ্রামে পৃথক পৃথক বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শাহাদৎ (৩৩) ও রনি (২০)।এ সময় ঘাটাইলে পৃথক পৃথক বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন।
ঘটনাটি ঘটেছে গতকাল (১৯ জুলাই) বৃহস্পতিবার।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকাল সাড়ে ৫টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের নব রত্ববাড়ি গ্রামে আব্দুল ছালামের ছেলে শাহাদৎ হোসেন (৩৫) পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময় বন্ধুদের সাথে ফুটবল খেলা শেষ করে উপজেলার গুণগ্রাম থেকে মধ্যকর্না নিজ বাড়ি ফেরার পথে বজ্রপাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনি (২০) মারা যায়। রনি উপজেলার মধ্যকর্ণা গ্রামের আবু হানিফের ছেলে।
এ ছাড়া পৃথক বজ্রপাতে আহত হয়েছেন ঘাটাইলের আরো পাঁচ জন। তারা হলেন, উপজেলার মধ্যকর্ণা গ্রামের আনিস আলীর ছেলের খোরশেদ আলম (৩২), আব্দুর রহমানের ছেলে রমজান আলী(৩০), নবরত্ন গ্রামের জুব্বার আলীর ছেলে আবেদ আলী (৩০), উপজেলার কান্দুলিয়া গ্রামের বেলাল হোসেন (৫৫), ও লিমন(২৭)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.