|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (অসি) নির্বাচিত হয়েছেন জাহিদুল কবির-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
১৭ জুলাই চট্টগ্রামের খুলশিতে চট্টগ্রাম রেঞ্জ অফিসে বাৎসরিক অপরাধ আলোচনা সভা অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোলাম ফারুক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ কর্মকর্তাগণের বিভিন্ন পর্যায়ে বিশেষ গুরুত্ব রাখায় বিভাগের শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
জাহিদুল কবির গত ২০১৮-১৯ সালের অপরাধ পর্যালোচনায়, মাদক ও অস্ত্র উদ্ধার, মামলার তদন্ত ও ওয়ারেন্ট তামিলে বিশেষ গুরুত্ব রাখায় এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন।
তিনি বর্তমানে চট্টগ্রামের মিরেরশরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। তিনি বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য ও প্রাক্তন শিক্ষক শেখ আবদুল হাইয়ের পুত্র ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনির ভাগিনা। তার একৃতিত্বে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ছোট বোন শারমিন জাহান বুবলি এবং তাঁর নিজ এলাকার ছোট ভাই এস আই সাইফুল। এছাড়াও তাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহপাঠী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, ১৪নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটওয়ারী, ব্যবসায়ী গোলাম সরোয়ার রিপন, মোঃ ইকবাল চৌধুরী সহ তাঁর বন্ধুমহল।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোলাম ফারুকের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্রেষ্ট গ্রহন করছেন চাঁদপুরের কৃতি সন্তান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র জাহিদুল কবির
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.