|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদ্রাসার ছাত্র উদ্ধার, আটক-২-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০১৯
রাকিবুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত মাদ্রাসার ছাত্র উদ্ধার সহ দুই অপহরণকারী কে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটে গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় দুদু মিয়ার পুত্র সিয়াম(১০) মাদ্রাসার ছাত্র গত দুই দিন আগে সিয়াম অপহৃত হয়।
অপহৃতকে অপহরনের পরে ৫ লাখ টাকা মুক্তিপনের দাবী করে ।
১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় শিশু স্বজন সিয়ামকে মোটর সাইকেলে দেখে স্থানীরা ধাওয়া করে। ধাওয়া করে কামারপাড়ায় শিশুটি উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করে গণধোলাই দেয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছা মাত্র উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আহত অবস্থায় অপহরণকারী দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটক কৃত অপহরনকারী মামুন (২৭)ও সৈকত (২৬) বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জের থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবকের নাম আপহরনের মামলা দায়ের হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.