|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজধানীর মিরপুরে ঢাকা আহ্সানিয়া মিশন এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৮-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০১৯
মোঃ আলী মুবিনঃ রাজধানীর মিরপুরে ঢাকা আহ্সানিয়া মিশন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৮ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তরের ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও আলোরপথে ইউসিএলসি’র সভাপতি এ এন আলিম আহম্মেদের সভাপতিত্বে আজ (১৮ জুলাই) পল্লবীর প্যারিস রোডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আক্তার হোসেন, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (বাংলাদেশ অধ্যায়) ঢাকা জেলার সভাপতি মো. প্রবল মিয়া (সোহান)।
[caption id="attachment_17126" align="alignleft" width="300"]
রাজধানীর মিরপুরে ঢাকা আহ্সানিয়া মিশন এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০১৮[/caption]
অন্যদের মধ্যে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (বাংলাদেশ অধ্যায়) ঢাকা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মো. শাহাজাদা মুন্না এবং স্রোত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাসুম হোসাইন (পাখি)সহ শিক্ষীর্থদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০১৮ সালে জে এস সি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সংগঠনের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সহযোগিতায় একটি করে মোবাইল ফোন সেট উপহার প্রদান করা হয়। এ সময় বক্তার বলেন- ‘আলোর পথে সংগঠনটি যেভাবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে মূল্যায়ন করছে তার ধারাবাহিকতা যেন বজায় থাকে। তাহলে অন্যন্য শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হবে। আমরা এ সংগঠনকে সাধ্য মতো সহযোগিতা করবো। আমরা আশাবাদী আগামিতেও তারা এরকম অনুষ্ঠান করে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে।’ এসময় ঢাকা আহ্সানিয়া মিশন কৃতি শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানান তারা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.