|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফ হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, বিশেষ অতিথি নান্দাইল পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল প্রমুখ। পরে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে উপজেলা মৎস্য অধিদপ্তর নান্দাইল উম্মুক্ত জলাশয়ে (নরসুন্দা নদীতে) মাছের পোনা অবমুক্তকরন করেন এবং মৎস্য চাষীদের মাঝে সরকারের ৭০% অর্থ ব্যয়ে মাছের খাদ্য প্রস্তুতকারক তিনটি মেশিন বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.