|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকাস্থ হামরা বীরগঞ্জিয়াদের বীরগঞ্জ জেলা চাই দাবির উত্থাপন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ জুলাই, ২০১৯
প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ প্রতিনিধি।। ঢাকাস্থ বীরগঞ্জিয়াদের উদ্যোগে বীরগঞ্জের সার্বিক উন্নয়নের বিষয়টি মাথায় রেখে হামরা বীরগঞ্জিয়াদের সকলে সুদুর দক্ষিনবঙ্গের কক্সবাজারে সমবেত হয়ে প্রথমবারের মত গত ১২ জুলাই থেকে ১৪ জুলাই ২০১৯ ইং তারিখ পর্যন্ত একটি দাবি উত্থাপন করেন। সেই দাবিটি ছিল “বীরগঞ্জ জেলা চাই”।
উপজেলা ও পৌরসভা হিসেবে বীরগঞ্জের সকল বৈশিষ্ট্য ও উন্নয়নের মডেলকে বিবেচনায় নিলে “বীরগঞ্জ উপজেলা” এখন “বীরগঞ্জ জেলা” হিসেবে দেশের মাটিতে পরিচিতি লাভ করতে পূর্ণরূপে সক্ষম। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বীরগঞ্জ উপজেলাকে "বীরগঞ্জ জেলা" রুপান্তরের যোর দাবি করেন। এবং তারই অংশ হিসেবে প্রশাসন ও দেশবাসীর কাছে প্রথমবারের মত “বীরগঞ্জ জেলা চাই” দাবিটি “ঢাকাস্থ হামরা বীরগঞ্জিয়াদের” মাধ্যমে প্রকাশিত হলো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.