|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
সাপাহারে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সরকারী খাদ্যগুদামে সরাসরি কৃষকদের নিকট হতে ধান ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠান বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শওকত জামিল প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী, নওগাঁ জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মহাজেদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ৬টি ইউনিয়নের ১হাজর ৫শ’৬৩জন সাধারণ কৃষককের মধ্যে ৩শ’জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। আগামী ১সপ্তাহের মধ্যে নির্বাচিতদের প্রত্যেককে সরকারী ন্যায্য মূল্যে ১মে:টন করে ধান সরকারী গোডাউনে দেয়ারজন্য বলা হয়। লটারী চলাকালীন সময়ে উপজেলার সাধারণ কৃষকগন, সাংবাদিক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.