|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রামগঞ্জে সড়কের পাশ থেকে উদ্ধারকৃত আহত প্রবাসীর মৃত্যু-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
মো: আবদুল কাদের,দৈনিক বাংলার অধিক ,লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর বাস টার্মিনাল থেকে মারাত্মক আহতবস্থায় মালয়েশিয়া প্রবাসী মোঃ মুকছুদ আলম (৩৬) কে উদ্ধারের তিনদিন পর আজ বুধবার সকালে ঢাকার পদ্মা হসপিটালে মারা গেছেন।
মৃত মুকছুদ আলম রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের সাবেক মেম্বার রুহুল আমিনের ছেলে ও ২ সন্তানের জনক।
মুকছুদ আলমের বাবা রুহুল আমিন ও ছোট ভাই ফরিদ আলম জানান, মুকছুদ আলম গত তিন মাস পূর্বে মালয়েশিয়া থেকে গ্রামের বাড়ীতে আসেন। পরে ছোট ভাইয়ের পাসপোর্ট ও পুলিশের ব্যারিপিকেশনসহ অন্যান্য কাজে তিনি ঢাকায় যান। ঢাকা থেকে গত ১৪ জুলাই বিকালে মুকছুদ আলম ঢাকা থেকে আলবারাকা পরিবহনের একটি গাড়ীতে করে রামগঞ্জে আসার খবর বাড়ীতে জানান।
রাত ৯টায় মুকছুদ আলম গাড়ী থেকেআলীপুর বাস ষ্টেশনে নেমে রাস্তার পাশে মোবাইলে কারো সাথে কথা বলা অবস্থায় দেখেন মামাতো ভাই মিজানুর রহমান। রাত প্রায় পৌনে ১০টায় জনৈক ব্যক্তি মাছ শিকার করতে গিয়ে মুকছুদ আলমকে আহতাবস্থায় দেখে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আত্মীয়স্বজন। রাতেই তাকে উদ্ধার করে ঢাকার পদ্মা জেনারেল হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যান নিকটাত্মীয়রা।
তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকাল পৌনে ১০টায় মুকছুদ আলম মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ রামগঞ্জ থানায় নেয়া হলে রামগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হসপিটালে প্রেরন করে।
এ ব্যপারে মৃতের বাবা রুহুল আমিন আরো জানান, আমার ছেলের লাশের শুধু মাথায় আঘাতের চিহ্ন থাকায় থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেছি।
রামগঞ্জ থানার এ আই ও তদন্ত কর্মকর্তা মোঃ কাউসারুজ্জামান জানান, প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে মুকছুদ আলম সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.