|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকার :
জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করছে মৎস অধিদপ্তর, নান্দাইল। বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আরিফ হোসেন মৎস সপ্তাহ (১৭-২৩ জুলাই) উপলক্ষে উপজেলার মৎস ব্যবস্থাপনা ও উপজেলা মৎস অফিস কর্তৃক গৃহীত প্রধান সেবা সমূহের তথ্য উপস্থাপন করেন।
সিনিয়র মৎস কর্মকর্তা জানান নান্দাইল উপজেলায় মাছের চাহিদা ১৮হাজার ২৩১ মেট্রিক টন হয়। উৎপাদন হয় মোট ২৪ হাজার ৭৬২ মেট্রিক টন যা চাহিদা মিটিয়ে ৬ হাজার ৫৩১মেট্রিক টন মাছ উদ্ধৃত্ত থাকে। নান্দাইল উপজেলায় চৌরাস্তা ও কানুরামপুর দুটি বৃহদায়ক মৎস আড়তে যাতে পঁচা বাসি মাছ বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখব এবং যে কোন দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বলে জানান । এছাড়া কারেন্ট জাল বিক্রি ও ব্যবহার, প্রজনন মওসুমে মাছ ধরা বন্ধে গৃহীত কর্মসূচী জানানো হয়। গণ সচেতনতা তৈরিতে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের অনুরোধ করা হয়। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক ভূইয়া, এনামুল হক বাবুল, অরবিন্দ পাল অখিল, আব্দুর রাজ্জাক, আলম ফরাজী, শামছ ই তাবরীজ রায়হান প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.