|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ২৭টি হুইল চেয়ার বিতরণ করেছেন নাটোর জেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গরীব ও দুঃস্থ্যদের মাঝে ২৭টি হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, আ’লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, জাকির সরকার ও ফেরদৌস উল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.