|| ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে রজব, ১৪৪৬ হিজরি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ জুলাই, ২০১৯
মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি- দৈনিক বাংলার অধিকার:
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই স্লোগান নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য অধিদপ্তর। বুধবার (১৭ জুলাই) সকালে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা, মৎস্য বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক মোখলেছুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, আগামী ১৮ জুলাই থেকে ৭ দিন ব্যাপি মৎস্য সপ্তাহ পালিত হবে।
তিনি আরো বলেন, জেলায় পুকুরের সংখ্যা ৪১ হাজার ৪৯৫টি, প্লাবনভূমি ৩০৯টি, বিলের সংখ্যা ৮টি ও খালের সংখ্যা ১২৮টি। জেলায় বার্ষিক মাছের চাহিদা রয়েছে ৭৩ হাজার মে.টন। মাছ উৎপাদন হয় ৬৭ হাজার ১৫৬ মে.টন। মৎস্য চাষীর সংখ্যা ৩৫ হাজার ৪০৬ জন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.